‎ছয় মাসের জন্য ৪৩ পণ্য রপ্তানিতে মিলবে প্রণোদনা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৯: ১২

‎চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য ৪৩ পণ্য রপ্তানির বিপরীতে প্রণোদনা ও নগদ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এসব পণ্যের নগদ সহায়তার হার অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন করে কোনো খাত যুক্ত করা হয়নি। যদিও গত অর্থবছরের পুরো সময়ের জন্যই প্রণোদনা ও নগদ সহায়তা ছিলো।

বিজ্ঞাপন

‎বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

‎সার্কুরারে বলা হয়েছে, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জাহাজিকৃত পণ্যগুলোর জন্য রপ্তানি প্রণোদনা এবং নগদ সহায়তার হার পণ্যভেদে ০.৩০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত প্রযোজ্য থাকবে। গত ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত এই সুবিধা ৪৩টি খাতে প্রযোজ্য ছিল। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের জন্য সেই একই প্রণোদনা প্রদান অব্যাহত থাকবে বলে সার্কুলারে বলা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত