এনবিআরে ঢুকতে দেয়া হচ্ছে না কাউকে, ফটক বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১৩: ০১
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৩: ০৫

এনবিআরের ফটক বন্ধ করে ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফটকের বাইরে এনবিআরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উৎসুক জনতা অবস্থান করছেন। এনবিআর ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদারকেও ঢুকতে দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার এমন চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

হাছান মুহম্মদ তারেক বলেন, আমরা আমাদের দপ্তরে ঢুকতে পারছি না। আমরা যৌক্তিক আন্দোলন চালিয়ে আসছি। আমরা কোনো ধরনের ভাঙচুর কিংবা এমন কোনো কাজ করিনি। নিয়মতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু সে আন্দোলনকে প্রতিহত করার জন্য প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে।

NBR-5

তিনি আরো বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত। যদি আমাদেরকে ডাকা হয়।

এদিন সকাল থেকে থেকে বিপুল পরিমাণ সেনা, পুলিশ, র‌্যাব, আনসার ও কোস্ট গার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে রাজস্ব ভবন ও এর আশপাশের এলাকায়।

কয়েকদিন ধরেই এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে এনবিআর ভবনে অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করে আসছে এনবিআর ঐক্য পরিষদ।

গতকাল বুধবার অর্থমন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআরে কর্মরতদের দায়িত্বে যোগদানের আহ্বান জানানো হয় এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। কিন্তু ঐক্য পরিষদ অর্থমন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিকে প্রত্যাখান করে আগামী ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা করে এবং তাদের দাবি মানা না হলে ওইদিন থেকে কমপ্লিট শাটডাউনের হুমকি দিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত