আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রাণিসম্পদে বিনিয়োগ বাড়াতে ঢাকায় হবে আন্তর্জাতিক প্রদর্শনী

স্টাফ রিপোর্টার

প্রাণিসম্পদে বিনিয়োগ বাড়াতে ঢাকায় হবে আন্তর্জাতিক প্রদর্শনী
জাতীয় প্রেস ক্লাবে অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) সংবাদ সম্মেলন। ছবি : আমার দেশ

দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে তিন দিনব্যাপী ‘ষষ্ঠ আহকাব আন্তর্জাতিক এক্সপো–২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‘সুস্থ প্রাণী, সমৃদ্ধ জাতি’ স্লোগানে আগামী ৮ থেকে ১০ জানুয়ারি রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করছে অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)।

বিজ্ঞাপন

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এক্সপোতে বিশ্বের ১৪টি দেশ অংশ নেবে। প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতে আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতার নতুন সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় থাকছে ১২৮টি বিদেশি স্টল এবং ৬৫ জন আন্তর্জাতিক প্রদর্শক। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান তাদের আধুনিক পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করবে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ৮ জানুয়ারি বিকেল ৩টায় এক্সপোর উদ্বোধন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। সম্মানিত অতিথি থাকবেন ডা. মো. আবু সুফিয়ান।

ট্রেজারার ডা. মোজাম্মেল হোসেন খানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আহকাবের আইটি ও মিডিয়াবিষয়ক আহ্বায়ক মোহাম্মদ রাশেদুল জাকির।

তিনি বলেন, এবারের এক্সপোতে চীন, ভারত, মিশর, রোমানিয়া, তুরস্ক, ভিয়েতনামসহ ১৪টি দেশের ১২৮টি বিদেশি স্টল ও ৬৫ জন আন্তর্জাতিক প্রদর্শক অংশ নিচ্ছেন।

মোহাম্মদ রাশেদুল জাকির বলেন, প্রদর্শনীতে আধুনিক ভ্যাকসিন, ওষুধ, ফিড সলিউশন, ডায়াগনস্টিকস ও নতুন প্রযুক্তি প্রদর্শিত হবে। পাশাপাশি প্রাণিস্বাস্থ্য, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক বাণিজ্য বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার ও জ্ঞানভিত্তিক আলোচনা হবে। এই এক্সপো কৃষক, ভেটেরিনারিয়ান, অ্যাগ্রিবিজনেস নেতা ও নীতিনির্ধারকদের মধ্যে সংযোগ তৈরির একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির সুযোগও সৃষ্টি হবে।

আহকাবের সভাপতি সায়েম উল হক বলেন, ২০০৩ সালে ১৮টি সংগঠন নিয়ে আহকাবের যাত্রা শুরু হয়। বর্তমানে সংগঠনটির তালিকাভুক্ত সদস্য প্রায় ৮০০ এবং সক্রিয় সদস্য চার শতাধিক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহকাবের সেক্রেটারি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি ডা. এস এম এফ আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান, ট্রেজারার ডা. মো. মোজাম্মেল হক খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদুল জাকির, নির্বাহী সদস্য মো. মোসলেহ উদ্দীন, মোহাম্মদ তারিক, তারেক মাহমুদ খান, মো. তাসলিম খান, খন্দকার রাকিবুল ইসলাম, কনসালটেন্ট কানিজ ফাতেমা এবং ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) সভাপতি মুন্না রায়হান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন