অর্থনৈতিক রিপোর্টার
যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর শুল্ক হ্রাসের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বাধীন সরকারি প্রতিনিধি দল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বিটিএমএ মনে করে, এই সাফল্য বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের জন্য একটি বড় অর্জন এবং সামগ্রিক অর্থনীতির জন্য তাৎপর্যপূর্ণ মাইলফলক। শুল্ক হ্রাসের মাধ্যমে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন বার্তা পাঠায় সংগঠনটি।
সম্প্রতি বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্য প্রতিনিধি দলের সাথে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি পরিদর্শন করেন। সফরকালে বিটিএমএ’র সদস্য মিলগুলো যুক্তরাষ্ট্রে তুলা আমদানি বাড়ানোর অঙ্গীকার করে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারত্ব জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
প্রতিনিধি দলে ছিলেন মোশারাফ কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন, এশিয়া কম্পোজিট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ রানা এবং সালমা গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মো. হানিফ শোয়েব ও চেয়ারম্যান সালমা চৌধুরী।
ওয়াশিংটনে সফররত প্রতিনিধি দলের সম্মানে এক অভ্যর্থনার আয়োজন করেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডিএম সালাহউদ্দিন মাহমুদ। এছাড়া সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল ইউএস চেম্বার অব কমার্স এবং বিভিন্ন মার্কিন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে।
এই আলোচনায় অংশ নেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস, যিনি বর্তমানে এক্সিলারেট এনার্জিতে কৌশলগত উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আলোচনায় মার্কিন ব্যবসায়ী নেতারা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘বাংলাদেশ সরকার পারস্পরিক উন্নয়ন ও সহযোগিতার অনুকূল পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও উইং) ড. নাজনীন কাউসার চৌধুরীসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারাও আলোচনায় অংশ নিয়ে শুল্ক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানান, বাংলাদেশের উদ্যোক্তারা টেকসই বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি বৈশ্বিক টেক্সটাইল সরবরাহ চেইনে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর শুল্ক হ্রাসের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বাধীন সরকারি প্রতিনিধি দল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বিটিএমএ মনে করে, এই সাফল্য বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের জন্য একটি বড় অর্জন এবং সামগ্রিক অর্থনীতির জন্য তাৎপর্যপূর্ণ মাইলফলক। শুল্ক হ্রাসের মাধ্যমে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন বার্তা পাঠায় সংগঠনটি।
সম্প্রতি বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্য প্রতিনিধি দলের সাথে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি পরিদর্শন করেন। সফরকালে বিটিএমএ’র সদস্য মিলগুলো যুক্তরাষ্ট্রে তুলা আমদানি বাড়ানোর অঙ্গীকার করে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারত্ব জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
প্রতিনিধি দলে ছিলেন মোশারাফ কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন, এশিয়া কম্পোজিট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ রানা এবং সালমা গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মো. হানিফ শোয়েব ও চেয়ারম্যান সালমা চৌধুরী।
ওয়াশিংটনে সফররত প্রতিনিধি দলের সম্মানে এক অভ্যর্থনার আয়োজন করেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডিএম সালাহউদ্দিন মাহমুদ। এছাড়া সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল ইউএস চেম্বার অব কমার্স এবং বিভিন্ন মার্কিন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে।
এই আলোচনায় অংশ নেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস, যিনি বর্তমানে এক্সিলারেট এনার্জিতে কৌশলগত উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আলোচনায় মার্কিন ব্যবসায়ী নেতারা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘বাংলাদেশ সরকার পারস্পরিক উন্নয়ন ও সহযোগিতার অনুকূল পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও উইং) ড. নাজনীন কাউসার চৌধুরীসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারাও আলোচনায় অংশ নিয়ে শুল্ক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানান, বাংলাদেশের উদ্যোক্তারা টেকসই বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি বৈশ্বিক টেক্সটাইল সরবরাহ চেইনে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দাবা বিশ্বকাপে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী মনন রেজা নীড়ের বিশ্বজয়ের যাত্রার অংশীদার হতে পেরে গর্বিত বার্জার পেইন্টস বাংলাদেশ।
৩২ মিনিট আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
১ ঘণ্টা আগেএই তদন্তের ফলে হোয়াইট হাউস যেকোনো আমদানি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে। বিশ্লেষকদের মতে, এতে আবারও শুরু হতে পারে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ—যা কয়েকদিন আগেই কিছুটা প্রশমিত হয়েছিল।
১ ঘণ্টা আগেআজ, বুধবার, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন’ উপলক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
৩ ঘণ্টা আগে