দেশের সোনার বাজারে স্বস্তির দেখা মিলছে না। দাম কমার ঘোষণা কয়েক ঘণ্টা না পেরোতেই ফের বাড়ছে, ভাঙছে আগের সব রেকর্ড। মূল্য সমন্বয়ে একদিকে যেমন স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা, তেমনি অনিশ্চয়তায় পড়ছেন ব্যবসায়ীরা। দামের এই টালমাটাল অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে—তা নিয়ে আগাম পূর্বাভাস করতে পারছে না বাজার বিশ্লেষকরাও। তাদের মতে, একের পর এক দাম বাড়া-কমার মধ্যেও নিম্নমুখী প্রবণতা স্থায়ী হচ্ছে না।
সর্বশেষ কমার মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে নতুন করে রেকর্ড গড়ে ভালো মানের সোনার দর ভরিতে দুই লাখ ৫৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গতকাল শনিবার থেকে সারা দেশে এই মূল্য কার্যকর হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ভরিতে তিন হাজার ১৪৯ টাকা কমিয়ে সোনার দাম দুই লাখ ৪৯ হাজার ৩১৮ টাকায় নামানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই পরিস্থিতি পাল্টে যায়। গত শুক্রবার দুপুর সোয়া ১২টার মধ্যেই নতুন করে দাম বাড়ানোর ঘোষণা আসে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়। একইসঙ্গে ২১ ক্যারেটের দর নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
বাজুসের তথ্যমতে, তাদের আগের বৈঠকের সময় আন্তর্জাতিক বাজারে মূল্য নিম্নমুখী থাকলেও পরবর্তী সময়ে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। বিশ্ববাজারে হঠাৎ দর বৃদ্ধি পাওয়ায় জরুরি বৈঠকের মাধ্যমে দেশের বাজারে দাম নতুন করে সমন্বয় করতে হয়েছে।
বিশ্ববাজারে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধাবস্থাকে বড় কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তাদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার সঙ্গে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি আগ্রহ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে এ অবস্থার প্রতিফলন দেখা যাচ্ছে দামে।
বাজার বিশ্লেষকদের মতে, চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম সমন্বয় করা হয়েছে মোট ১২ বার। এর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৯ বার, বিপরীতে তিনবার কমানো হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল আরো বেশি। ২০২৫ সালে মোট ৯৩ দফা পরিবর্তনের মধ্যে ৬৪ বার দাম বেড়েছে আর কমেছে মাত্র ২৯ বার। আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে দেশের সোনার দামে টেকসই স্বস্তি প্রত্যাশা করা কঠিন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ধামইরহাটে বেপরোয়া ট্রাকে পিষ্ট হয়ে নারীর মৃত্যু