আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্যাংকের সব শাখায় গণভোটের প্রচারণা চালাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার

ব্যাংকের সব শাখায় গণভোটের প্রচারণা চালাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ
বাংলাদেশ ব্যাংক লোগো

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় গণভোটের জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

সার্কুলারে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের উপর গণভোটের বিষয়ে জনসচেতনতা তৈরি লক্ষে ব্যাংকের সকল শাখা ও উপশাখায় দুটি বিশেষ খাড়া ব্যানার প্রদর্শনের পরামর্শ দেওয়া হলো।

এর আগে গত ৫ জানুয়ারি গণভোটের পক্ষে প্রচারণার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য মৌখিক নির্দেশনা দেয়। পাশাপাশি এই প্রচারণায় ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে টাকা খরচ করার নির্দেশ দেয়। নির্দেশনার পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো প্রচারণা চালালেও অনেক বেসরকারি ব্যাংক অংশগ্রহণ করেনি, যা মূলত সার্কুলার না থাকাকে কারণ হিসেবে দেখানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন