সরকারকে না জানিয়েই ব্যবসায়ীর নিজেদের সিদ্ধান্তে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ব্যবসায়ীরা যেভাবে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, সেটার যৌক্তিকতা ও আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন বশিরউদ্দীন।
"উনারা যে দামে বাজারে (তেল) বিক্রি করছে, সেখান থেকে প্রায় ২০ টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছে। সুতরাং বাজারে ২০ টাকা বেশি দামে তেল দেওয়ার যৌক্তিক কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। গতকালই তো কিনেছি উনাদের কাছ থেকে...তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? বলেন বশিরউদ্দীন।
বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
ব্যবসায়ীরা এত ক্ষমতাধর হয়ে গেল কীভাবে যে সরকারকে পাশ কাটিয়ে তারা তেলের দাম বাড়িয়ে দিয়েছেন–– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, একটু ব্যবসায়ীদের প্রশ্ন করেন। আমাদের পদক্ষেপগুলো তো নেবো। আমরা আলোচনায় বসছি। এটা তো আর মার্কেটে যেয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করার জিনিস না।

