
স্পোর্টস রিপোর্টার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত সেপ্টেম্বরে আকুর আমদানি দায় পরিশোধ করার পর রিজার্ভ কমে ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধিতে রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ১৬ বিলিয়ন ডলার। এ সময় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ২৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।
এর আগে গত ১৮ ডিসেম্বর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। আকুর দায় পরিশোধের পর গত ১২ নভেম্বর রিজার্ভ ছিল ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, গত কয়েক মাস ধরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ভালো। আবার রপ্তানি আয়ও বেড়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক আইএমএফের লক্ষ্যমাত্রা অনুযায়ী রিজার্ভ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে। ফলে রিজার্ভ বেড়েছে।
চলতি ডিসেম্বরের ২১ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৮ শতাংশ বেশি। রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে ২০২৪ সাল শেষে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এ বছরে এখন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত সেপ্টেম্বরে আকুর আমদানি দায় পরিশোধ করার পর রিজার্ভ কমে ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধিতে রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ১৬ বিলিয়ন ডলার। এ সময় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ২৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।
এর আগে গত ১৮ ডিসেম্বর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। আকুর দায় পরিশোধের পর গত ১২ নভেম্বর রিজার্ভ ছিল ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, গত কয়েক মাস ধরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ভালো। আবার রপ্তানি আয়ও বেড়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক আইএমএফের লক্ষ্যমাত্রা অনুযায়ী রিজার্ভ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে। ফলে রিজার্ভ বেড়েছে।
চলতি ডিসেম্বরের ২১ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৮ শতাংশ বেশি। রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে ২০২৪ সাল শেষে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এ বছরে এখন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

রাষ্ট্রায়ত্ত খাতের সবচেয়ে বড় ব্যাংক সোনালী। ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নেন শওকত আলী খান।
৩ ঘণ্টা আগে
সংস্থাটি বলছে, মসলাজাতীয় এই পণ্যের কেজিপ্রতি মূল্য সর্বোচ্চ ১১০ টাকা ওঠায় দ্রুত আমদানির অনুমতি দেওয়া যেতে পারে। সুপারিশটি গত বৃহস্পতিবার বাণিজ্য সচিব ও কৃষি সচিবের কাছে পাঠিয়েছে বিটিটিসি।
৭ ঘণ্টা আগে
এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য ছিল নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা এবং আর্থিক ব্যবস্থাপনা ও বাজার সম্প্রসারণ বিষয়ে ধারণা বাড়ানো। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের এসএমই খাতে আরও সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হয়।
১৭ ঘণ্টা আগে
আইসিবি ইসলামিক ব্যাংকের ১৫ দিনব্যাপী ‘সেবাপক্ষ ২০২৫’ উদ্বোধন হয়েছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে এ সেবাপক্ষ উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান।
১ দিন আগে