মীর আখতারের অগ্রাধিকার শেয়ার ইস্যুর আবেদন বাতিল

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১৫: ২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আখতার হোসাইন লিমিটেডের অগ্রাধিকার (প্রেফারেন্স) শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রকৌশল খাতের এ কোম্পানিটি ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদনে বিএসইসিতে আবেদন করেছিল। কিন্তু তাদের সে আবেদন নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। গত বছরের ডিসেম্বরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ, ফুললি রিডেম্বল প্রেফারেন্স শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়।

২০২১ সালে মীর আখতার হোসাইন শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দর প্রায় ০.৮০ শতাংশের পতন ঘটে এবং দিনশেষে শেয়ারের দর ২৫.২০ টাকায় গিয়ে দাঁড়ায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত