চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাস জুলাইয়ে লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৮৬৩ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। তবে রাজস্ব আদায় কম হলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২৪.৩২ শতাংশ।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩০ হাজার ১১০ কোটি ৯৬ লাখ। কিন্তু লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা। গত অর্থবছর একইসময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১ হাজার ৯১৬ কোটি ৮ লাখ টাকা। এ হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ৫ হাজার ৩৩২ কোটি ৯২ লাখ টাকা। শতকরা হিসাবে রাজস্ব আদায় বৃদ্ধির এ হার ২৪.৩২ শতাংশ।
চলতি অর্থবছরে সরকারের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এরমধ্যে এনবিআরের মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার টাকা।
তবে গত যুগ ধরেই রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে এনবিআর।

