নতুন অর্থবছর

প্রথম মাসে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও প্রবৃদ্ধি ২৪.৩২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৮: ০৭
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৮: ০৯

চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাস জুলাইয়ে লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৮৬৩ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। তবে রাজস্ব আদায় কম হলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২৪.৩২ শতাংশ।

বিজ্ঞাপন

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩০ হাজার ১১০ কোটি ৯৬ লাখ। কিন্তু লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা। গত অর্থবছর একইসময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১ হাজার ৯১৬ কোটি ৮ লাখ টাকা। এ হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ৫ হাজার ৩৩২ কোটি ৯২ লাখ টাকা। শতকরা হিসাবে রাজস্ব আদায় বৃদ্ধির এ হার ২৪.৩২ শতাংশ।

চলতি অর্থবছরে সরকারের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এরমধ্যে এনবিআরের মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার টাকা।

তবে গত যুগ ধরেই রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে এনবিআর।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত