কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৩: ২৪
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৫: ৩৬

২০২৫-২৬ অর্থবছরে কৃষি খাতে ৩৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে যা ২ দশমিক ৬৩ শতাংশ বেশি। গত অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে ২০২৫-২৬ অর্থবছরের কৃষিঋণ সম্পর্কিত নীতিমালা ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এতথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থবছর রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো ১৩ হাজার ৮৮০ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা দেয়া হয়। বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য ২৫ হাজার ১২০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত