আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চলতি অর্থবছর থেকে কার্যকর

বিও অ্যাকাউন্ট ফি ১৫০ টাকা চূড়ান্ত অনুমোদন

স্টাফ রিপোর্টার

বিও অ্যাকাউন্ট ফি ১৫০ টাকা চূড়ান্ত অনুমোদন

শেয়ারবাজারে বিনিয়োগে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট রক্ষাণাবেক্ষণে বার্ষিক ফি ১৫০ টাকা চূড়ান্ত অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি অর্থবছর থেকে (২০২৫-২০২৬) হিসাব রক্ষণাবেক্ষণে নতুন ফি কার্যকর হবে। এ জন্য হিসাব নবায়নের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

হিসাব সংরক্ষণের ১৫০ টাকা ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস ও বিএসইসির মধ্যে সমভাবে বণ্টিত হবে অর্থাৎ প্রত্যেকে ৫০ টাকা হারে উক্ত ফি প্রাপ্ত হবেন।

নতুন এ ফি বাস্তবায়নে ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর তফসিল-৪ এর সংশোধন প্রস্তাব কমিশন সভায় অনুমোদন করা হয়েছে। যথাযথভাবে জনমত এবং সংশ্লিষ্টদের মতামত-পরামর্শ বিবেচনায় নিয়ে সংশোধনী প্রস্তাব চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এটি যথাশীঘ্র সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হবে বলে বিএসইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগে বিও ফি’র পরিমাণ ছিল ৪৫০ টাকা।

অপরদিকে কমিশন সভায় প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে বিশদ পর্যালোচনা পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। গত ১১ মে এক বৈঠকে প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশনা দিয়েছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন