বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.৫০ বিলিয়ন ডলার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ২১: ৪৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক রোববার এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

দেশে রেমিট্যান্সের জোয়ারে বড় উত্থান ঘটেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। রিজার্ভ বেড়ে সাড়ে ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

তথ্যানুযায়ী বর্তমানে দেশের গ্রস রিজার্ভ ৩১ দশমিক ৫ বিলিয়ন ডলারে অবস্থান করছে। বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলার।

এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয়, প্রকাশ করা হয় না। সংশ্লিষ্ট সূত্র ২১ বিলিয়ন ছাড়িয়েছে।

সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত