আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই যোদ্ধাদের বিক্ষোভ মিছিল

জুলাই ঘোষণাপত্র সংশোধন ও গণহত্যার বিচারসহ ৫ দাবি

স্টাফ রিপোর্টার

জুলাই ঘোষণাপত্র সংশোধন ও গণহত্যার বিচারসহ ৫ দাবি

জুলাই ঘোষণাপত্র সংশোধন ও আন্তর্জাতিক আদালতে জুলাই গণহত্যার বিচার বাস্তবায়নসহ ৫ দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের গেটে অবস্থান নেন তারা। পরে সচিবালয়ে দাবিগুলো নিয়ে স্মারক লিপি প্রদান করেন ১১ সদস্যের প্রতিনিধি দল।

সোমবার রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের উত্তর গেটে গিয়ে অবস্থান নেন তারা। সেখান থেকে সংগঠনটির পক্ষ থেকে দাবিগুলো জানানো হয় এবং প্রতিনিধি দল স্মারক লিপি প্রদান করেন।

বিজ্ঞাপন

সংগঠনটির উত্থাপিত দাবিগুলো -জুলাই শহীদের ‘জাতীয় বীর’ এবং জুলাই আহতদের ‘বীর’ খেতাব দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে; শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও মাসিক সম্মাননা আজীবন চলমান রাখতে হবে; অবিলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধন করে তা জুলাই সনদের মধ্যে স্থায়ীভাবে যুক্ত করে তার আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে; জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে বাস্তবায়ন করতে হবে এবং আওয়ামী লীগসহ তাদের সহযোগী দলসমূহকে নিষিদ্ধ করতে হবে; দেশের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় জুলাই যোদ্ধাদের মতামতকে গুরুত্ব দিতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালমান হোসেন জানান, মিছিলে অংশগ্রহণ করেছে জুলাই শহীদ পরিবারের সদস্যরা ও যোদ্ধারা। ১১ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দিয়েছেন। ইতিবাচক আশ্বাস পাবেন বলে আশাবাদী তারা। সেটি না পেলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য সোমবার শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের উত্তর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ থামিয়ে দেয়। পরে ১১ জনের প্রতিনিধি দল তাদের দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন