রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর যৌথ অনুশীলন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২৮

দক্ষতা বৃদ্ধরি জন্য গত ১ ও ২ সেপ্টেম্বর বিএনএসিডব্লিউসি এর ব্যবস্থাপনায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পূর্বাচল, নারায়ণগঞ্জে একটি যৌথ অনুশীলন আয়োজন করা হয়। অনুশীলনে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণ সহায়তাকারীসহ সর্বমোট ১৭০ জন অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দুই দিন ব্যাপী যৌথ অনুশীলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ ও বিএনএসিডব্লিউসি এর প্রশিক্ষকগণ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়াও রাসায়নিক দুর্যোগ দুর্ঘটনা মোকাবিলার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

দুইদিন ব্যাপি যৌথ অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে বিএনএসিডব্লিউসির সদস্যসচিব, কমডোর মোহাম্মদ মহব্বত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সিডিআরটিকে বাংলাদেশ কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট (সিডব্লিউএ) জনিত যে কোন দুর্যোগে দ্রুত সাড়াদানের জন্য অংশীজনদের একে অপরের সক্ষমতা ও কার্যপ্রণালি সম্পর্কে জানা এবং ধারাবাহিকভাবে একে অপরের সহযোগী হিসেবে কাজ করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত