আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই শহীদদের স্মৃতি ভুলে যাবার নয়: সালাহউদ্দিন আহমেদ

আমার দেশ অনলাইন
জুলাই শহীদদের স্মৃতি ভুলে যাবার নয়: সালাহউদ্দিন আহমেদ

ঢাকা ৪ ও ৫ আসনের সাবেক এমপি আলহাজ সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই শহীদদের স্মৃতি ভুলে যাবার নয়। শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য। তারা এই যাত্রাবাড়ীর মাটিতে অকাতরে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে।

শুক্রবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘গণজাগরণ ও মুক্তির র‌্যালী’ ব্যানারে এক শোভাযাত্রায় অংশগ্রহণ করে প্রধান অতিথির ভাষণে উপরোক্ত মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, শহীদদের আত্মার শান্তির জন্য আমি আজীবন এ এলাকার উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাবো ইনশাআল্লাহ।

তিনি যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে রায়েরবাগ ‘মা ও শিশু হাসপাতাল’ পর্যন্ত সড়ককে ‘জুলাই শহীদ সরণি’ নামকরণের দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা-৫ নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক ইমরান আহমেদ রাসেল। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জুম্মন চেয়ারম্যান, অধ্যাপক কাওছারউল্লাহসহ এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ। স্বতঃস্ফূর্ত এ শোভাযায় বিপুল পরিমাণ নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন