মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৫৪

রাজধানীর মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থীর নাম আবু রায়হান ইভান (২২)। তিনি শান্তিনগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিআইএসটি) কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র। আহত শিক্ষার্থীকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। বিকেলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, ইভান মালিবাগ মোড় এলাকায় একটি বিকাশের দোকান থেকে ৪৫ হাজার টাকা তুলে কলেজে ফিরছিলেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা রাস্তায় তাঁর গতি রোধ করে। এ সময় তারা ইভানের বুকে, পেটে ও হাতে ছুরিকাঘাত করে তাঁর মোবাইল ফোন ও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহত শিক্ষার্থী আবু রায়হান ইভান জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত