রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৬ বছর। তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও জলপাই রংয়ের টাউজার।
ডেমরা থানার এসআই দীপংকর কুমার দেবনাথ জানান, গতকাল রোববার দুপুরে দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ডেমরা থানার আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রজেক্ট এর পাশের রাস্তায়, হাত, পা-পিঠ মোড়ানো অবস্থায় বাঁধা ও গলায় কাপড়ের বেল্ট দ্বারা পেঁচানো উপুড় অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সোমবার ভোরবেলা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা জানান, দুর্বৃত্তরা ওই যুবককে হাত-পা বেঁধে ও গলায় কাপড়ের বেল দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

