সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দীতে জমজমাট অস্থায়ী ব্যবসা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৩: ০০
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৩: ০২
ছবি: আমার দেশ

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীন জাতীয় সমাবেশ ঘিরে চারপাশে উৎসবমুখর বাণিজ্যিক পরিবেশ তৈরি হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে গড়ে ওঠেছে অস্থায়ী দোকান। বিক্রি হচ্ছে দলীয় পতাকা, গেঞ্জি, টুপি, ব্যাজ। এছাড়া রয়েছে নানা ধরনের খাবারের দোকান। প্রতিটি দোকানে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বিজ্ঞাপন

কেউ ভ্যাপসা গরমে ক্লান্তি দূর করতে খাচ্ছেন পানি, ডাব কিংবা লেবুর শরবত। কেউ আবার সকালের নাশতার জন্য ফাস্টফুড জাতীয় খাবার বেছে নিচ্ছেন। অস্থায়ী এই দেকানগুলোতে ব্যাপক বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, এসব সমাবেশের সময় তাদের ব্যবসার চাহিদা কয়েকগুণ বেড়ে যায়, যা সারা বছরের আয়ের ঘাটতি অনেকটা পূরণ করে দেয়। শুধু অস্থায়ী এসব দোকান নয়, আশপাশের রেস্তোরাঁ, খাবারের দোকান এবং রিকশাচালকদের আয় বেড়েছে কয়েকগুণ। সমাবেশকে ঘিরে এই অতিরিক্ত আয় অস্থায়ী ব্যবাসায়ীদের মুখের হাসি ফুটেছে।

সরজমিন ঘুরে দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে শিক্ষা ভবন মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বাহারি দোকান বসেছে। পোলাও, বার্গার, ডাব, শরবত, পানি, ফুচকার ভাসমান এসব দোকান বসেছে। এছাড়াও দলীয় পতাকা, লোগো সম্বলিত ক্যাপ, টি-শার্টও ফেরি করে বিক্রি করা হচ্ছে। চায়ের দোকানগুলোতেও জমেছে কর্মীদের ভীড়।

বিল্লাল আহমদ নামে একজন কর্মী বলেন, আজ যে গরম পড়ছে তাতে অস্বস্তি কাজ করছে। একটু আরামের জন্য বাহিরে বের হয়েছি। ডাবের পানি পান করে বেশ ভালোই লাগছে। তিনি বলেন, শুধু আমি না এরকম হাজারো লোক বের হয়ে আশপাশের দোকানগুলোতে বসে আছে।

সহাবুদ্দিন নামে এক ডাব বিক্রেতা জানান, একটা ডাব তিনি ১৪০-১৬০ টাকা করে বিক্রি করছেন। সমাবেশ ঘিরে তার টার্গেট ২০০ ডাব তিনি বিক্রি করবেন। তিনি বলেন, সকাল থেকে লোকজন ভিড় করছে। আজ দিনও ভালো। গরম বা রোদ থাকলে আমাদের বিক্রি বাড়ে। এর মধ্যে সমাবেশ হচ্ছে বুঝতেই তো পারছেন আজ একটু ভালো বিক্রি আশা করা যায়।

ছগীর মিয়া নামে ঝাল মুড়ি বিক্রেতা বলেন, বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। এভাবে তো আর সব সময় বিক্রি হয় না। তাই সমাবেশ হলে আমাদের মধ্যে বাড়তি আনন্দ কাজ করে।

আহনাফ মিয়া নামের এক রিকশা চালক বলেন, গরমের মধ্যে অনেকেই মিছিলের সাথে হাঁটতে পারে না। তখন উনারা রিকশা খোঁজে। আর একদিনের জন্য কেউ ঢাকা আসলে টাকার দিকে তাকায় না। সেই হিসাবে এসব সমাবেশে আমাদের আয় একটু বেশি হয়।

এর আগে, সাত দফা দাবিতে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চযোগে নেতাকর্মীদের ঢল নামে রাজধানীতে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত