যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত, অজ্ঞাত ২০ জনের হামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ২১: ৫৪

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের অতর্কিত ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত দুই ছাত্র হলো, নিয়াজ আহমেদ (১৬), যে শনিরআখড়া এ.কে. স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্র, এবং আনাস আহমেদ (১৪), ধোলাইপাড় সাউথ পয়েন্ট স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়েছে।

আহত আনাস আহমেদ জানান, শুক্রবার বিকেলে দুই বন্ধু মিলে ঘুরতে ও ছবি তুলতে ওপদা কল্যাণীয় বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে গিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ সেখান থেকে বের হওয়ার পরই ১ নং গলি-এর সামনে স্থানীয় অজ্ঞাত ১৫-২০ জন তাদের উপর অতর্কিত হামলা চালায়। ​হামলার এক পর্যায়ে নিয়াজের পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়, এতে সে গুরুতর আহত হয়। আনাসও এই ঘটনায় মাথায় সামান্য আঘাত পান। আহত আনাস নিজেই নিয়াজকে সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। আনাস আরও জানান যে, সেখানে তারা আরও দু'জনকে মারধর করতে দেখেছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

আহত নিয়াজ আহমেদের বাসা যাত্রাবাড়ীর খন্দকার রোডে, তার বাবার নাম মো. বিপ্লব। অপর আহত আনাস আহমেদের বাসা যাত্রাবাড়ীর ধোলাইপাড় যুক্তিবাদী গলিতে, তার বাবার নাম তসলিম আহমেদ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত