আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

আমার দেশ অনলাইন
রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর উত্তর বাড্ডায় রাত সোয়া আটটার দিকে অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে

রাজধানীর উত্তর বাড্ডায় প্রগতি সরণির কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার রাত সোয়া আটটার দিকে অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম কিবরিয়া আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে, তা পুলিশ তদন্ত করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন