ঝিলমিলে স্কুল-মসজিদের বাস্তবায়ন অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৮: ০৫
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৮: ০৯

ঝিলমিল আবাসিক এলাকায় স্কুল, মসজিদ এবং কবরস্থানের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।

মঙ্গলবার এ পরিদর্শন করেছেন তিনি। এ সময় তিনি সমগ্র ঝিলমিল প্রকল্প ঘুরে দেখেন ও প্রকল্পের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকি করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১০ এপ্রিল ঝিলমিল আবাসিক এলাকার ভবিষ্যৎ বাসিন্দাদের কাছে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রকল্পের ২ নম্বর সেক্টরে ০.৭৪ একর জমিতে নির্মিতব্য চারতলা একটি মসজিদ এবং ০.৯৪ একর জমির ওপর নির্মিতব্য ছয়তলা ঝিলমিল স্কুল ও কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজউক চেয়ারম্যান।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বলেন, ঝিলমিল প্রকল্পের মতো পরিকল্পিত ও নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত এত বৃহৎ পরিসরের আবাসিক এলাকা এবং প্রকল্পের বাহিরের তৎসংলগ্ন এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নির্মাণাধীন এ শিক্ষাপ্রতিষ্ঠানটি অসামান্য অবদান রাখবে। ঝিলমিল প্রকল্পে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, দৃষ্টিনন্দন ধর্মীয় উপাসনালয় নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ অন্যান্য সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণে রাজউক ও প্রকল্প সংশ্লিষ্ট সকলে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় তিনি মসজিদ, স্কুল ও কবরস্থানের সামগ্রিক নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান আরও বলেন, অতিদ্রুত ঝিলমিল আবাসিক এলাকাকে বাসযোগ্য এবং নাগরিক সুযোগ সুবিধা সমৃদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত