আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাষাশহীদদের প্রতি জাগ্রত পার্টির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

ভাষাশহীদদের প্রতি জাগ্রত পার্টির শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি।

শুক্রবার সকালে দলটির মহাসচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। একই সঙ্গে ভাষাশহীদের আত্মার মাগফিরাতে দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জাগ্রত পার্টির মুখপাত্র কাজী শামসুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন মুন্সি, সাংগঠনিক সম্পাদক সাবস্টিনা মঞ্জু কস্তা আঁখি, বাদল খান, মাফিদা চৌধুরী মিতু, আজিজুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন