‘কোরআনের আইন থাকলে কেউ ধর্ষণ হতো না’

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ২০: ০৪

কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকলে দেশে কোনো নারী-শিশুই ধর্ষণের শিকার হতো না। একই সঙ্গে থাকতো না কোনো ধরনের বৈষম্য। মাগুরার শিশু আছিয়ার প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরার সারুলিয়া বাজার রেড সান অডিটরিয়ামে ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তারা। ৬৮ নম্বর পূর্ব ওয়ার্ড পাথরঘাট ও সারুলিয়া বাজার ওয়ার্ড শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ওয়ার্ড সভাপতি মো. শরিফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা জোনের পরিচালক অধ্যাপক মোকাররম হোসাইন খান।

সারুলিয়া বাজার ওয়ার্ড শাখা সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ডেমরা জোনের সহকারী পরিচালক মো. আলী, সূরা সদস্য এনামুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব এহসান হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোকাররম হোসাইন বলেন, স্বাধীনতার পর থেকে নানা বৈষম্যের শিকার হয়েছে দেশবাসী। আর আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়নি বলে দেশে এখনো সন্ত্রাস-চাঁদাবাজি, সুদ-ঘুষ, গুম-খুন ও শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে। তাই সব ধরনের অন্যায়-অত্যাচার বন্ধে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে আমরা বদ্ধপরিকর। দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অবশ্যই আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত