আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাম্য হত্যার বিচারের দাবিতে পুনরায় শাহবাগ থানা ঘেরাও

ঢাবি সংবাদদাতা
সাম্য হত্যার বিচারের দাবিতে পুনরায় শাহবাগ থানা ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের মূল আসামিদের প্রেপ্তারের দাবিতে পুনরায় শাহবাগ থানা ঘেরাও করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন। সাম্য হত্যার মূল আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে গত ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এসময় তারা এসময় তারা 'আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই,' 'উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস', 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে' 'অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,' প্রভৃতি স্লোগান দেন।

রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান বলেন, আমরা চাই এই বিষয়টা সকল রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে করা হোক। এতে প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় সেটা আমরা করবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন