রাজউক এর সহকারী প্রকৌশলী মো. ওয়াহেদুজ্জামানের মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২১: ১৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সহকারী প্রকৌশলী জনাব মো. ওয়াহেদুজ্জামানের মাতা মনোয়ারা বেগম মঙ্গলবার, বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার ইন্তেকালের সংবাদে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন। রাজউক এর সকল স্তরের কর্মকর্তা কর্মচারী মরহুমার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

বিজ্ঞাপন

উল্লেখ্যে, মৃত্যুকালে তিনি তার এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজউক এর পক্ষ থেকে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজউক পরিবারের সকলে কামনা করেন মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত