রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় রাজধানীতে গত ২৪ ঘণ্টার অভিযানে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার এসব তথ্য জানান।
ডিএমপির কোতোয়ালি, ডেমরা, মোহাম্মদপুর, তেজগাঁও, হাজারীবাগ, বাড্ডা, পল্টন, আদাবর, বংশাল, চকবাজার, কলাবাগান, যাত্রাবাড়ী, রামপুরা, গেন্ডারিয়া, দারুস-সালাম, শিল্পাঞ্চল, শাহবাগ, ওয়ারী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ এসব অভিযান চালায়।
তালেবুর রহমান জানান, এর মধ্যে কোতোয়ালি থানা একজন, ডেমরা থানা একজন, মোহাম্মদপুর থানা ছয়জন, তেজগাঁও থানা একজন, হাজারীবাগ থানা ১২ জন, বাড্ডা থানা দুইজন, পল্টন থানা দুইজন, আদাবর থানা একজন, বংশাল থানা একজন, চকবাজার থানা একজন, কলাবাগান থানা দুইজন, যাত্রাবাড়ী থানা আটজন, রামপুরা থানা তিনজন, গেন্ডারিয়া থানা একজন, দারুস-সালাম থানা দুইজন, শিল্পাঞ্চল থানা একজন, শাহবাগ থানা পাঁচজন, ওয়ারী থানা একজন ও উত্তরা পশ্চিম থানা একজনকে গ্রেপ্তার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

