কথাকাটাকাটি ও এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে আহত করার ঘটনাকে কেন্দ্র করে ১২টি বাস আটক করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব থেকে শিক্ষার্থীরা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির প্রায় ১২টি বাস আটক করে কলেজের পাশে নায়েমের গলিতে নিয়ে আসে।
জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম মাহবুব হোসেন। তিনি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল দুপুর ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় মেঘলা পরিবহনের একটি বাসে হাফ ভাড়া দিতে চাইলে একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুবের সঙ্গে বাসচালকের সহকারীর তর্ক হয়।
একপর্যায়ে গাড়ি থেকে নামার সময় ওই সহকারী জোরে ধাক্কা দিলে ভুক্তভোগী রাস্তায় পড়ে যায় এবং হাত-পায়ে আঘাতপ্রাপ্ত হয়। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ তার সহপাঠীরা মেঘনা পরিবহনের ১২টি বাস আটক করেন।
এ বিষয়ে নিউমার্কেট থানার এস আই সৈয়দ আব্দুস সাত্তার বলেন, কলেজের বিজ্ঞান বিভাগের এক ছাত্র তারাপুর থেকে আসার সময় হেল্পারের সাথে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয় এবং সেই শিক্ষার্থীর ডান পা কেটে যায়। ওসি স্যারকে বিষয়টি জানিয়েছি। তিনি এসে কলেজের প্রিন্সিপাল ও মালিকপক্ষের সঙ্গে বসে সমস্যার সমাধান করবেন।
বাসগুলোর নম্বর হলো- ঢাকা মেট্রো-ব-১৫-১৪০৮, ঢাকা মেট্রো-ব-১৫-৩৪৮৫, ঢাকা মেট্রো-ব-১১-৮৫৯৬, ঢাকা মেট্রো-ব-১৫-১৪০৭, ঢাকা মেট্রো-ব-১৪-২১৫৫, ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৪৪, ঢাকা মেট্রো-ব-১১-৭০৬৫, ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৮, ঢাকা মেট্রো-ব-১১-৭৭৩২, ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৪৯, ঢাকা মেট্রো-ব-১১-৭৮৬৯ এবং ঢাকা মেট্রো-ব-১৩-০১০০।
গতবছরের ২৪ সেপ্টেম্বর থেকে ছুটির দিনসহ সপ্তাহের ৭ দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালু হয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন শিক্ষার্থীরা। এ জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।

