আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানী ও নারায়ণগঞ্জে রাজউকের মোবাইল কোর্ট ও জরিমানা

স্টাফ রিপোর্টার
রাজধানী ও নারায়ণগঞ্জে রাজউকের মোবাইল কোর্ট ও জরিমানা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ১/১ ও ৬ এর আওতাধীন রানাভোলা এবং কামারপাড়া, তুরাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার এর নেতৃত্বে রাজউক ৮টি নির্মাণাধীন ভবনে সোমবার এ অভিযান পরিচালিত হয়। এ সময় সর্বমোট ৭ লাখ টাকা জরিমানা ও ৯টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিজ্ঞাপন

এসময় রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে অঙ্গীকারনামা আদায় করা হয়।

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার আবিল আয়াম, সহকারী অথরাইজড অফিসার জনাব মশিউর রহমান, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণসহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অন্যদিকে, রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার এর নেতৃত্বে জোন ৬/৩ এর আওতাধীন নারায়নগঞ্জের রূপগঞ্জের উত্তর রূপসী এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় সর্বমোট ৭টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন জোন ৬/৩ এর অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার সুরোত আলী রাসেল, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউক এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ইয়েমেনে আটক জাতিসংঘ কর্মীদের হুথি আদালতে তলব, জাতিসংঘের নিন্দা

সোবসলাইয়ের পেনাল্টিতে রক্ষা লিভারপুলের, জিতল বায়ার্নও

কুন্দের তিন মিনিটের ঝড়ে তিন পয়েন্ট পেল বার্সা

‘পশুপাখিকেও এমন খাবার দেয় না’-যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির ভয়াবহ অভিজ্ঞতা

অবকাঠামো ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম

এলাকার খবর
খুঁজুন