আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোপালগঞ্জের যুবলীগ নেতা ফিরোজ ঢাকায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের যুবলীগ নেতা ফিরোজ ঢাকায় গ্রেপ্তার
এস এম ফিরোজ মাহমুদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সালাউদ্দিন সুমন হত্যা মামলার আসামি গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গতকাল বুধবার রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিল। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে সালাউদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ফাতেমা আক্তার তমা বাদী হয়ে চলতি বছরের ৬ জুলাই খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

আরো জানা যায়, তদন্তাধীন এই মামলায় বুধবার সন্ধ্যার পর পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে এস এম ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন