গোপালগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আমার দেশ এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাহাবুব হোসেন সারমাত। শনিবার জোহর নামাজের পর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে শহরের গেটপাড়াস্থ পৌরকবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় গোপালগঞ্জ সদরের বলাকৈর গ্রামে প্রথম জানাজা অ
টুঙ্গিপাড়ার সন্তান হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে কত বছর বাড়িতে থাকতে পারেনি। ১৬৭টি মামলা হয়েছে। তারপরও যখন পেরেছি এলাকার মানুষের জন্য কাজ করেছি। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমার রাজনীতি করা সার্থক হবে।
মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে গোপালগঞ্জ শহরের খ্রিষ্টানপাড়া এলাকার নিজ বাসায় ঘুমিয়েছিলেন সারমাত। সন্ধ্যায় তার স্ত্রী ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার দেন। তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসক ডেকে পরীক্ষা করলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।