আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

স্টাফ রিপোর্টার

কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাঁচামালা ব্যবসায়ী মো. লিটন মিয়া (৪৫ নামে নামে একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নগদ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছে ওই ব্যবসায়ীর পরিবার।

বিজ্ঞাপন

আহতের বরাদ দিয়ে তার স্ত্রী ইয়াসমিন বেগম জানিয়েছেন, তার স্বামী কারওয়ান বাজারের কাঁচা মাল ক্রয় করে সেখানেই বিক্রি করে থাকেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হন। কারওয়ান বাজার আম্বরশাহ মসজিদের পাশে আসলে ৩ জন ছিনতাইকারী তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। তার সঙ্গে থাকা নগদ ৩৩ হাজার টাকা ও তার মোবাইল ফোন নিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত কাঁচা মাল বিক্রেতাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। লিটন মিয়া বসুন্ধরা মার্কেটের পেছনে কাজিপাড়ায় ভাড়াবাড়িতে থাকেন। তার বাবার নাম দুলাল মিয়া। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মো. দুলাল মিয়ার ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন