দুর্ঘটনার ১২ দিন খুলল মাইলস্টোন কলেজ

নিঃশব্দে শ্রেণিকক্ষে ফিরেছেন শিক্ষার্থীরা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২: ১৪
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১২: ১৪

ভয়াবহ প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনার ১২ দিন পর আজ সীমিত পরিসরে খুলেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাস। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিঃশব্দ শোকযাত্রার মতো শ্রেণিকক্ষে ফিরে এসেছে।

বিজ্ঞাপন

রোববার সকাল ১০টা থেকে কলেজের মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়। আগের মতো কোনো কোলাহল বা হাসি-আনন্দের দৃশ্য ছিল না। সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, শোক ও স্মরণসভা, যাতে অংশ নেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

শ্রেণিকক্ষগুলোতেও সীমিতসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই এই সীমিত পরিসরে ক্লাস শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, ‘শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে পারে, সে জন্যই ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছে। তারা এখন শিক্ষক ও বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছে। এটি মানসিক প্রশান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরো জানান, কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর সহায়তায় একটি অস্থায়ী চিকিৎসা ক্যাম্প চালু রয়েছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে নিয়মিত কাউন্সেলিং করে চলেছেন। কেউ চাইলে একান্ত আলাপের সুযোগও পাচ্ছে।

তিনি বলেন, ‘এই দুর্যোগময় সময়ে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহানুভূতি ও মানবিক বন্ধন আমাদের সবচেয়ে বড় শক্তি।’

এদিকে কলেজের সিনিয়র শিক্ষক শেখ ফরিদ গতকাল জানান, রোববার নবম-দ্বাদশ শ্রেণির জন্য ক্যাম্পাস খোলা হলেও, বুধবার খুলবে সপ্তম ও অষ্টম শ্রেণির ক্লাস। এরপর বৃহস্পতিবার পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্যও চালু হবে শ্রেণিকক্ষে পাঠদান।

গত ২১ জুলাই ঘটে যাওয়া যুদ্ধবিমান দুর্ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ ঘোষণায় ২ আগস্ট পর্যন্ত কলেজ বন্ধ রাখা হয়। তবে প্রশাসনিক কার্যক্রম ও আহতদের সহায়তায় গঠিত কন্ট্রোল রুম কার্যকর ছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত