আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীর পশুর হাটে ময়লা-আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ

স্টাফ রিপোর্টার

রাজধানীর পশুর হাটে ময়লা-আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ
ছবি: আমার দেশ

রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। তবে হাটগুলোতে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ থাকায় অস্বস্তিবোধ করছেন ক্রেতা-বিক্রেতারা। যথাযথভাবে ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন না করার কারণে এ অবস্থা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পশুর বর্জ্য এবং খাদ্যদ্রব্যের আবর্জনা জমা হয়ে উৎকট গন্ধের সৃষ্টি হয়েছে। ফলে পশুর হাটে আসা নগরবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

বিজ্ঞাপন
p-1

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর পোস্তগোলা, ধোলাইপাড়, শনির আখড়া, মোহাম্মদপুর, গাবতলী, আফতাবনগরসহ কয়েকটি হাটে এমন চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্টরা মনে করেন, পশুর হাটের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা উচিত। এছাড়া পশুর বর্জ্য এবং আবর্জনা দ্রুত অপসারণের ব্যবস্থা করা প্রয়োজন। হাটের আশপাশে ময়লার স্তূপ যাতে তৈরি না হয় সেজন্য নাগরিকদের সচেতন করা উচিত।

p-2

রাজধানীর হাটগুলোতে গিয়ে দেখা গেছে, গরু, ছাগলসহ বিভিন্ন ধরনের কুরবানির পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। ক্রেতা-দর্শণার্থীদের ভিড় বেড়েছে। কেউ কেউ কিনছেন পছন্দের পশু। কেউবা ঘুরে ঘুরে দেখছেন, হয়তো ব্যাটেবলে মিললে কিনে ফেলবেন, অথবা পরেও কিনতে পারেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন