কমিটি বাতিলের গুঞ্জন ভিত্তিহীন: আটাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২১: ০৭

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) বর্তমান নির্বাহী কমিটির বিরুদ্ধে ‘ভিত্তিহীন অপপ্রচার’ চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। তারা বলেছেন, আটাবের কমিটি বাতিলের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন।

দেশের এয়ার টিকিট বাজারে সক্রিয় সিন্ডিকেট ভাঙতে আটাবের সাহসী অবস্থানের জেরে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। বুধবার সংগঠনটির মহাসচিব আসফিয়া জান্নাত সালেহের সই করা বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের এয়ার টিকিট বাজারে টিকিট সিন্ডিকেট ভেঙে জনগণের স্বার্থে সহনীয় ও স্বাভাবিক মূল্য নিশ্চিত করতে বর্তমান কমিটি দৃঢ় অবস্থান নেয়। এর পর থেকেই সংশ্লিষ্ট সিন্ডিকেট চক্র মিথ্যা অভিযোগ দায়ের করে, বিভ্রান্তিকর ও বিকৃত তথ্য ছড়িয়ে গণমাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা চালায়। পাশাপাশি নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কমিটি বাতিলের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এতে বলা হয়, গত ৭ জুলাই বাণিজ্য সংগঠন অনুবিভাগ কার্যালয়ে আটাব কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। তবে শুনানিতে কমিটি বাতিল-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

টিকিট সিন্ডিকেট চক্র মিথ্যা গুজব ছড়িয়ে আটাবের প্রায় চার হাজার সদস্যসহ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপপ্রচারে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সদস্যদের আত্মমর্যাদায় আঘাত লাগছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিরিক্ত এয়ার টিকিট মূল্য বৃদ্ধির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আটাব ভবিষ্যতেও সোচ্চার অবস্থান নেবে এবং সিন্ডিকেট প্রতিরোধে সরকারের সঙ্গে একযোগে কাজ করে যাবে।

বিষয়:

আটাব
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত