সংবাদ সম্মেলনে উদীচি

সংগীত শিক্ষক নিয়োগ বাতিল সিদ্ধান্ত আত্মঘাতী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৮: ৪১

সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে আত্মঘাতী, সাম্প্রদায়িক ও রাজনৈতিক সংকীর্ণতা প্রসূত বলে মনে করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ।

শনিবার প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে লিখিত বক্তব্যের মাধ্যমে একথা জানানো হয়। উদীচির পক্ষ থেকে লিখিত বক্তব্যটি উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

বিজ্ঞাপন

অমিত রঞ্জন বলেন, শিক্ষক নিয়োগ বাতিল একটি সুদূরপ্রসারী চক্রান্তমূলক রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। তারা পর্যায়ক্রমে চারুকলা শিক্ষক নিয়োগও বাতিল করবেন। তারা পাঠ্যক্রম থেকে চারুকলা, সংগীতকলা, নৃত্যকলা, নাট্যকলাও বাদ দেবেন। উদীচী মনে করে এসব সিদ্ধান্ত আত্মঘাতী, সাম্প্রদায়িক ও রাজনৈতিক সংকীর্ণতাপ্রসূত। আমরা সরকারের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরো বলেন, উদীচী বিশ্বাস করে আর্থ-সামাজিক প্রেক্ষিত বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরকে হতাশা ও নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। এখান থেকে নতুন প্রজন্মকে রক্ষার উপায় সৃজনশীলতা, শারীরিক সক্ষমতা ও মানবিক হিসেবে গড়ে তোলা।

এই অসামান্য মানবিক কাজটি করতে পারেন শারীরিক শিক্ষার শিক্ষকসহ শিল্পকলার শিক্ষকবৃন্দ। তাই তারা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অপরিহার্য। উদীচী সরকারের অনধিকার চর্চা প্রবণ এই আত্মঘাতী সিদ্ধান্ত পরিবর্তনের জোর দাবি জানাচ্ছে। একইসাথে অপরাপর সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের নিয়ে বৃহত্তর ঐক্য গঠনের প্রত্যয় ব্যক্ত করছে।

এসময় সংগঠনটির পক্ষ থেকে সরকারের কাছে স্মারকলিপি, বিশিষ্টজনদের বিবৃতি ও গোলটেবিল আলোচনাসহ প্রয়োজনে পর্যায়ক্রমে বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দেন অমিত রঞ্জন।

সংবাদ সম্মেলন আরো বক্তব্য রাখেন, উদীচির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম, সহ-সভাপতি মো. কামরুজ্জামান, নজরুল শিল্পীগোষ্ঠীর সভাপতি সুজিদ মোস্তফা, মহাদেব ঘোষ প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

গাজায় মৃত ৬৯ হাজার ছাড়িয়েছে, ধ্বংসস্তূপে এখনো লাশ

১৫ দিনে আফগানিস্তানে ফিরেছে দেড় লাখ শরণার্থী, নেপথ্যে কী

হিন্দুস্তান টাইমসকে হাসিনা: অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভু'ল ছিল

গণহত্যা ঢাকতে চ্যাটজিপিটি-গির্জা, কোটি ডলারের খেলা

তরুণরা সজাগ থাকলে আর কোনো শাসক ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত