আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

আমার দেশ অনলাইন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ প্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল আজ (বুধবার) সকালে ঢাকা এসে পৌঁছেছেন।

ভুটান সরকারের প্রতিনিধি হিসেবে তিনি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবেন।

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম সামাদ বাসসকে জানান, বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন