আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মালিবাগের হোসাফ শপিং কমপ্লেক্সে আগুন

স্টাফ রিপোর্টার
মালিবাগের হোসাফ শপিং কমপ্লেক্সে আগুন

রাজধানীর মালিবাগে হোসাফ শপিং কমপ্লেক্সে এসি বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রচণ্ড ধোঁয়ায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রোববার দুপুর ১টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই শপিং মলের লোকজন আগুন নিভিয়ে ফেলে।

জানা গেছে, ভবনের দুটো সিঁড়ির একটিতে বিভিন্ন দোকানের মালামাল মজুদ করে রাখা ছিল। এসির বাইরের অংশও রাখা হয়েছে ওই সিঁড়িতে, সেখানেই এসি থেকে আগুনের সূত্রপাত হয়।

এ বিষয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার পর দ্রুতই শপিং মলে থাকা লোকজন নিচে নেমে আসে। ভেতরে ধোয়া সৃষ্টি হয়েছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন