আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিতুমীর কলেজ প্রসঙ্গে উপ প্রেস সচিব

আগের সিদ্ধান্তে অটল সরকার, নতুন করে সিদ্ধান্ত হয়নি

স্টাফ রিপোর্টার
আগের সিদ্ধান্তে অটল সরকার, নতুন করে সিদ্ধান্ত হয়নি

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকারের অবস্থান শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করেছেন বলে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ‘সরকার ওই সিদ্ধান্তে অটল আছে। নতুন করে কোন সিদ্ধান্ত নেয়নি।’

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আবুল কালাম আজাদ বলেন, তিতুমীর কলেজের আন্দোলনের কারণে মানুষের যে দুর্ভোগ হচ্ছে তা নিয়ে সরকার সচেতন আছে। তিনি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন তারা (তিতুমীর শিক্ষার্থী) যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। তাদের কোনো দাবি-দাওয়া থাকলে এ বিষয়ে জনমত গড়ে তুলুক, কথা বলুক, লেখা লেখি করুক। যদি জনমত তৈরির মাধ্যমে দাবিটি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে ভবিষ্যতে সরকার বিষয়টি বিবেচনা করবে। সরকারে থেকে তাদের প্রতি আহ্বান তারা যেন সড়ক বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে।

জুলাই গণঅভ্যুত্থানের আহতের আন্দোলনের বিষয়ে প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, তাদের বিষয়ে সরকার আন্তরিক। তারপরও কারও কারও মধ্যে হতাশা ও অস্থিরতা কাজ করছে। তাদের বিষয়ে সরকার সচেতন আছে। তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

মানব পাচার বন্ধে সরকারের অনেকগুলো সেল কাজ করছে বলে জানিয়ে প্রেস সচিব বলেন, সরকারের নিবিড় পর্যবেক্ষণের পরেও এ ধরনের কাজ হয়ে যায়। আমরা এটাকে আরও স্টেপআপ করার চেষ্টা করছি। যাতে বাংলাদেশ থেকে কোনভাবে মানবপাচার না হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টা মামলাঃ ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা ক্যাম্প

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের

এলাকার খবর
খুঁজুন