ঘুস ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বর্তমান ও সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন- ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক উপ-পরিদর্শক মাহাবুব হোসেন।
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, নিয়মমাফিক তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের কাছে কোনো তথ্য এলে তা অনুসন্ধান করা হয়।
প্রসঙ্গত, গণহত্যার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার শাসনামলে দায়িত্বে থাকা দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অপকর্ম সামনে আসতে থাকে।
পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এসবিপ্রধান মনিরুল ইসলাম, ডিবিপ্রধান হারুন-অর-রশীদসহ একাধিক পুলিশ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরু করে পুলিশ ও দুদক। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে দুদক।

