রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাবুল চন্দ্র রায় (৪০) নামের এক পুলিশ কনস্টেবল আহত। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত আছেন।
মঙ্গলবার সকাল পাঁচটার দিকে যাত্রাবাড়ী ও কুতুবখালীর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই ইফাত আহমেদ।
তিনি বলেন, পুলিশ সদস্য বাবুল চন্দ্র রায় ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি মামলার সাক্ষী দেওয়ার জন্য ঢাকা সিএমএম আদালতের উদ্দেশ্যে ঢাকায় আসছিলেন।
যাত্রাবাড়ি এলাকায় গাড়ি থেকে নামার পর যাত্রাবাড়ীও কুতুবখালীর মাঝামাঝি স্থানে কয়েকজন ছিনতাইকারী তার রাস্তা গতিরোধ করে বাম পায়ের রানের ছুরিকাঘাতে আহত করে তার ব্যবহৃত মোবাইল ও সঙ্গে থাকা মানিব্যাগটি নিয়ে পালিয়ে চলে যায়।
আহত অবস্থায় ওই পুলিশ সদস্য যাত্রাবাড়ী থানায় আসলে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ।

