আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাঈদ খোকন ও পরিবারের ৭৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার
সাঈদ খোকন ও পরিবারের ৭৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং পরিবারের সদস্য জাবেদ আহমেদ ও ফাতেমা খাতুনের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

আদালতে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, সাঈদ খোকনসহ পরিবারের অভিযুক্ত ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেন হয়েছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এসব ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের সম্ভাবনা আছে। এসব অর্থ বেহাত হলে সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণ করা আইনগতভাবে কষ্টসাধ্য হয়ে পড়বে। এসব কারণে তার ও তার পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে আদালত সাঈদ খোকন সহ তার পরিবারে ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন