বনানীতে সাবেক ব্যাংকারের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪৫

রাজধানীর বনানী এলাকার একটি বাসার দোতলায় গলায় ফাঁস দিয়ে আহারার মাসুদ দ্বীপ (৪০) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালের দিকে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বনানী থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ তারেক হোসেন জানান, আমরা খবর পেয়ে গুলশানের ৪ নম্বর রোডের ইউনাইটেড হাসপাতালের জরুরী বিভাগের স্টেচারের উপর থেকে আহারার মাসুদ দ্বীপের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়ার শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠানো হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি নিহত আহারার কাওরানবাজার শাখার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করতেন। এক বছর আগে চাকরি চলে যায়। চাকরি না থাকায় আর্থিক সংকটে পড়ে যায় এতে তিনি হতাশা গ্রস্ত হয়ে পড়ে। স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় ।

এরপর থেকে তিনি ভীষণভাবে ভেঙ্গে পড়ে নানান টেনশনের কারণে বাসায় একাকী জীবন যাপন করে । পরে সোমবার রাতে যে কোন সময় তার রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেয়।

পরে স্বজনরা তাকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে গুলশান চার নম্বর রোডে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নিজ বাসা, মিরপুরে ডিওএইচএইচ ৬-নম্বর রোডের এভিনিউ-৬ বাসা-৭৭৩ এর মাসুদ ফোরকানের সন্তান। বর্তমানে, ৫ নম্বর রোডের ব্লক-এফ ৯৮ নম্বর বাসায় থাকতেন নিহতের নয় বছরের একটি সন্তান রয়েছে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত