বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিষয়টি নিশ্চিত করে রুপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুখলেছুর রহমান বলেন, মোট ১৬ মরদেহের মধ্যে রয়েছে ১০ জন পুরুষ ও ৬ নারী। তাদের মধ্যে ছয় জন পুরুষের পরিচয় পাওয়া যায়নি, দাবিদার রয়েছে।
রূপনগরে আগুনে মৃত্যু
রূপনগর কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের লাশ পেতে ২৪ ঘণ্টা ধরে ঢামেকের মর্গের সামনে অবস্থান করছেন স্বজনরা। কারো ছেলে, কারো মেয়ে, আবার কারো ভাই বা বন্ধু- সবারই একটাই আকুতি, প্রিয়জনের লাশটি যেন ফিরে পাওয়া যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. মিয়াজ উদ্দিন (৬০) নামের এক মৃত্যু দণ্ডপ্রাপ্ত কারাবন্দী কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় তাকে শুক্রবার (১০অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে ঢামেক হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।