আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

আতিকুর রহমান নগরী

রাজধানীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর শ্যামপুর শ্মশান ঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম (১৬) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও কুমিল্লার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে। তারা রাজধানীর গেন্ডারিয়া গার্মেন্টস গলিতে পরিবারের সাথে থাকতেন।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে সোমবার দিবাগত রাতে চার বন্ধু অটোরিকশা নিয়ে ঘুরতে বের হয়েছিল। এসময় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহআলম বলেছেন, ট্রাকটিকে জব্দ করে চালক আব্দুল কাদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাত আড়াইটার দিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন