ঢামেকে চিকিৎসাধীন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৬: ৫৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. মিয়াজ উদ্দিন (৬০) নামের এক মৃত্যু দণ্ডপ্রাপ্ত কারাবন্দী কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষীরা তাকে শুক্রবার (১০অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে ঢামেক হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

বিজ্ঞাপন

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল আটটার দিকে মারা যান তিনি।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক তিনি বলেন,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তৎক্ষানিক জানাতে পারেননি কারারক্ষীরা। তারা বলেন, পরে বিস্তারিত জানানো যাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত