ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সফিকুর রহমান (৮৪) নামে এক কারাবন্দী কয়েদির মৃত্যু হয়েছে।
শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে এবং আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
মৃত সফিকুর রহমানের বাবার নাম মৃত সেরাজুল হক। তিনি কোন মামলায় এবং কি কারণে কারাবন্দী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কারারক্ষীরা কোনো তথ্য জানাতে পারেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

