ঢামেকে রোগীর স্বজন ও ট্রলিম্যানদের মধ্যে উত্তেজনা-হাতাহাতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১: ৪২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ট্রলিম্যানদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় জুয়েল নামে এক ট্রলিম্যানকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়েছে। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালে ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব জানান, রাতে ২১০ নম্বর ওয়ার্ডে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় রোগীর স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। পরে চিকিৎসকের সঙ্গে তাদের তর্কাতর্কির এক পর্যায়ে তারা সেখান থেকে জরুরি বিভাগে চলে আসে। পরে জরুরি বিভাগের আনসার সদস্যদের সঙ্গে ওই রোগীর স্বজনদের হাতাহাতির হলে জুয়েল নামে এক ট্রলিম্যান বাধা দেয়। এতে রোগীর স্বজন ক্ষুব্ধ হয়ে বাহিরে থেকে লোক নিয়ে এসে ওই ট্রলিম্যানকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোগীর ৩ স্বজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সামির (৩০), সোয়েব (২১) ও রেজাউল (২৫)। ৎ

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, এ ঘটনায় ৩ জনকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানার পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত