আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতা ফিরোজের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতা ফিরোজের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

রোববার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিপুলসংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে দোয়া–মোনাজাতে অংশ নেন।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে সাইফুল ইসলাম ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা আজ গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এদেশের সাধারণ মানুষের প্রিয় নেত্রী এবং এক আপসহীন অভিভাবক। তাঁর বিদায় আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। আজ মনে হচ্ছে আমরা আমাদের মাথার ওপরের ছায়া হারিয়ে এতিম হয়ে গেলাম। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং আমাদের এই শোক সইবার শক্তি দান করুন।’

বিএনপির আগামী নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। কোনোদিন কারো সাথে খারাপ আচরণ করেননি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা বিদ্বেষ নেই। তিনি সবার সাথে আলোচনায় বসছেন। সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মত সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন।’

ফিরোজ আরও বলেন, ‘১৬ বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে মামলা দিয়েছে, প্রহসনের বিচারের তাকে জেলে পাঠিয়েছে, জেলে নির্যাতন করা হয়েছে, ন্যূনতম চিকিৎসা তাকে দেওয়া হয়নি। তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার অপচেষ্টা করা হয়েছিল; সেই নির্যাতনের দায় আওয়ামী লীগ ও শেখ হাসিনা কখনো এড়াতে পারবে না।’

প্রসঙ্গত, সাইফুল ইসলাম ফিরোজ নব্বইয়ের দশকের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্রদলের রাজনীতিতে যোগ দেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সাহাবুদ্দীন লাল্টু-আজিজুল বারী হেলাল কমিটির প্রচার সম্পাদক ছিলেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। ঝিনাইদহের এই কৃতি সন্তান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন তিনি। স্থানীয় নেতাকর্মীরা তার জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন