আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাইলস্টোন ট্র্যাজেডি

আগুনে দগ্ধ আইমানও চলে গেলো

স্টাফ রিপোর্টার
আগুনে দগ্ধ আইমানও চলে গেলো
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডে আরো এক শিক্ষার্থী মারা গেছে। আইমান নামের ১০ বছর বয়সী এ শিশুটিও দগ্ধ হয়েছিল। শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিজ্ঞাপন

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইমানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়েছে।’

এ নিয়ে ওই মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে। তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৪ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন তলায়। এতে শিক্ষার্থী ও কর্মচারীসহ বহু মানুষ হতাহত হন। এখনো অন্তত ৫০ জন দগ্ধ অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দেশের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। হতাহত পরিবারগুলো চিকিৎসা ও ক্ষতিপূরণের জন্য সরকারের আশু সহায়তা কামনা করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বলেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবী-উত্তরা থেকে গ্রেপ্তার ৩১

ফরিদপুরে শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দৌলতখানে জামায়াতের নেতাকর্মীর ওপর বিএনপির হামলা, আহত ২০

এলাকার খবর
খুঁজুন